শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতা: মুন্সীগঞ্জের শ্রীনগরে ৫ম উপজেলা নির্বানকে কেন্দ্র করে বেকায়দায় পরেছেন উপজেলার আ’লীগ ও অঙ্গ সংগনের নেতারা। কারণ হিসেবে জানাযায়, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে অন্য প্রার্থীদের হয়ে কাজ করা হচ্ছে এমন নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন আ’লীগ। এমন ঘোষনা আসার পর থেকে অনেক নেতাই বেকায়দায় পরেছেন। আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে উপজেলা ও ইউনিয়নের দলীয় অনেক নেতাকে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীদের সাথে প্রকাশ্যে নির্বাচনী প্রচার করতে দেখা গেছে। এ উপজেলায় দলীয় প্রার্থীর বাধা হয়ে দাড়িয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। এতে করে আ’লীগের মনোনীত পদপ্রার্থী হাজী মোঃ তোফাজ্জল হোসেনের (নৌকা) বাধা হয়ে দাড়িয়েছে দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন (দোয়াত কলম) ও মুন্সীগঞ্জ জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন (আনারস)। তাদের ভোটে বিজয়ী করতে আদা-নুনু খেয়ে নেমেছেন নৌকার বিরুদ্ধে দলীয় নেতারা। এছাড়াও লক্ষ করা গেছে বিদ্রোহীরা ভোটে জিতার আশায় বিভিন্ন স্থানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে গোপনে বৈঠক করছেন এবং বিএনপির চিহ্নিত নেতাদের সঙ্গে করে নৌকার বিরুদ্ধে ভোট চাচ্ছেন। শ্রীনগরে এমন দৃশ্য আচরণ দেখে আ’লীগের একনিষ্ঠ নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ৩১ মার্চ রবিবার অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন কেন্দ্রীয় নির্দেশ আসার পরে নৌকার বিপক্ষে অবস্থান নেয়া নেতারা এখন চরম বিপদে পরেছেন বলে জনমতে জানাযায়। উল্লেখ্য, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে যে সকল মন্ত্রী, এমপি ও দলীয় নেতৃবৃন্দ সংগঠনের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করছেন না। তাদের কর্মকান্ডের ওপর প্রতিবেদন তৈরী ও ব্যবস্থা গ্রহনের জন্য সাংগঠনিক নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্রীয় এক প্রেস বিজ্ঞপ্তী সূত্রে জানাযায়, ২৯ মার্চ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাপতিমন্ডলীর অনুষ্ঠিত সভায় এ নির্দেশ দেয়া হয়।
Tags কেন্দ্রীয় নির্দেশ অমান্য করলেই ব্যবস্থা ঃ আওয়ামীলীগ
Check Also
“ডায়াবেটিসে সুস্থ থাকতে চাই সচেতনতা”
বাংলাদেশে ২৮ শে ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়ে থাকে।ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসাধারণের মাঝে …