শ্রীনগর উপজেলা (মুন্সীগঞ্জ জেলা) শ্রীনগর উপজেলার সৃস্টির প্রেক্ষাপট-ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলার(বিক্রমপুরের) প্রাণ কেন্দ্র শ্রীনগর উপজেলা। অতীত ইতিহাস ও ঐতিহ্যদীপ্ত শ্রীনগরের প্রাচীন নাম “রায়েস বর”। নবাব মীর কাশিম কর্তৃক নিযুক্ত বাংলা, বিহার ও উড়িষ্য গভর্নর লাল কীর্তি নারায়ণ বসু রায়েসবরের শ্রী বৃদ্ধি করে এর নামকরণ করেন “শ্রীনগর”। শ্রীনগরের মাটিতে জম্ম নিয়েছেন অনেক বরেন্য, স্বনামধন্য, গুণী বিজ্ঞানী শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, উদ্ভিদ বিজ্ঞানী স্যার জগদীদ চন্দ্র বসু, ভাষাবিদ চাঁদ খা মুন্সী, সাহিত্যিক প্রতিভা বসু, শিশু সাহিত্যিক পদ্মলোচন ঘোষ, শিক্ষাবিদ ও গবেষক মোঃ শামসুদ্দিন আহম্মেদ খা, শিক্ষাবিদ ও সাহিত্যিক শ্রীশ চন্দ্র চক্রবর্তী, ব্রিটিশ আমলের প্রথম বাঙালি বিচারপতি স্যার চন্দ্র মধাব ঘোষ, পাটিগনিত প্রণেতা যাদব চন্দ্র চক্রবর্তী, বিশিষ্ট রাজনীতিবিদ, আইনজ্ঞ কফিল উদ্দিন চৌধুরী, বিশিষ্টি সাহ্যিক রাবেয়া খাতুন, খ্যাতিমান চিকিৎসক বিশিষ্ট রাজনীতিবিদ প্রাক্তন রাষ্ট্রপতি অধ্যাপক এ, কিউ, এম, বদরুদ্দোজা চৌধুরী, কবি প্রাবন্ধিক, শিক্ষাবিদ ডঃ হুমায়ন আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক ডঃ সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ জাকির লস্কর। আয়াতন : ২০২.৯৮ বর্গ কিমি। সীমানা: উত্তরে ও পূর্বে সিরাজদিখান উপজেলা, দক্ষিণে লৌহজং, পশ্চিমে দোহার ও নবাবগঞ্জ (ঢাকা)। জনসংখ্যা : ২,৫৯,৮৮৭; পুরুষ ১,২৭,৩৭৪ মহিলা ১,৩২,৫১৩। জলাশয় : পদ্মা , ইছামতি, নদী এবং আড়িয়াল বিল উল্লেখযোগ্য। প্রাচীন নিদর্শন ও প্রতœসম্পদ : স্যার জগদীশ চন্দ্র বসু স¥ৃতি সংরক্ষণাগার/যাদুঘর। ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ ৪৬৫, মন্দির ৫৫, মাযার ৫, তীর্থস্থান ১। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: আল মদিনা জামে মসজিদ, হাঁসাড়া সি.এম. মসজিদ, পাটাভোগ মন্দির , শ্রীনগর মন্দির উল্লেখযোগ্য। শিক্ষাঃ মহা বিদ্যালয় ৪, মাধ্যমিক বিদ্যালয় ২৩, বালিকা বিদ্যালয় ১, প্রাথমিক বিদ্যালয় ৯২, কমিউনিটি বিদ্যালয় ৯, মদরাসা দাখিল ৫, আলিম ১। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: শ্রীনগর সরকারি কলেজ, শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়, মজিদপু দয়হাটা কে,সি,ইন্সটিটিউশন, হাঁসাড়া কালি কিশোর স্কুল এন্ড কলেজ। সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ৫, জাদুঘর ২, সিনেমা হল ৩, নাট্যদল ১, থিয়েটার ১, যাত্রাপার্টি ১, মুক্তমঞ্চ ১। জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষিঃ মোট আবাদি জমির পরিমান ৩১,৫৪৯ একর, এক ফসলী জমির পরিমান ১৪,৩৪৯ একর, দুই ফসলী জমির পরিমান ১৪,৭৬০ একর, তিন ফসলী জমির পরিমান ২৪৪০ একর, আড়িয়াল বিলের আংশিক ১১,২৫০ একর(প্রায়)। প্রধান কৃষি ফসল ধান, আলু, সরিষা, পাট, শাকসবজি। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি চীনা, কাউন, মসুর ডাল, ছোলা, তিল, তিসি, যব, মিষ্টি আলু। প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, পেঁপে, পেয়ারা, নারিকেল। মৎস্য খামামী ৭০৭, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার ৩৭, দগ্ধ খামার ১৫৭, ছাগলের খামার ২, কৃত্রিম প্রজনন উপকেন্দ্র ১। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি। ফ্লাওয়াার এন্ড রাইস মিল। কুটিরশিল্প তাঁতশিল্প, স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, বাঁশের কাজ, সেলাই কাজ। স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১০, উপস্বাস্থ্য কেন্দ্র ২, শিশু হাসপাতাল ১, চক্ষু হাসপাতাল ১।
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; শ্রীনগর উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০১৯।
Tags এক নজরে শ্রীনগর
Check Also
কালীগঞ্জে স্বামীর ধাক্কায় দেয়ালে লেগে স্ত্রী মৃত্যু, স্বামী পলাতক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ স্বামী শুকুর আলী পলাতক ঝিনাইদহের কালীগঞ্জে স্বামীর আঘাতে মনোয়ারা বেগম (৪০) নামে …