ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেকার বাজারে ঐ চিকিৎসকের চেম্বারে। জানা যায়, গত ১৪ই মার্চ বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর ইউনিয়নের জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী ও মতিয়ার রহমানের নাবালিকা মেয়েকে বেকার বাজারে সেবা হোমিও ফার্মেসীতে ঔষুধ আনতে পাঠায় তার মা। এসময় মেয়েটিকে একা পেয়ে হোমিওপ্যাথি চিকিৎসক হরিনাকুন্ডু উপজেলার পদ্মনগর গ্রামের মিল্টন তাকে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এসময় মেয়েটির আত্মচিৎকারে পার্শ্ববর্তী সার ব্যাবসায়ী রুহিন ও অপর দোকানদার মিরাজ ছুটে আসলে মেয়েটিকে সে ছেড়ে দেয়। পরে এ ঘটনা জানাজানি হলে স্থানীয় দালালচক্র বিষয়টি ধামাচাপা দিয়ে অর্থ বাণিজ্য করার চেষ্টা করে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার শালিস দরবারও হয়েছে বলে জানা গেছে। মেয়ের বাবা মতিয়ার রহমান জানান, ঘটনার পর আইনের আশ্রয় নিতে গেলে স্থানীয় মাতব্বররা শালিস মিমাংসার মাধ্যমে লম্পট চিকিৎসকের শাস্তির আশ্বাস দিয়ে প্রায় ১০/১২ দিন ঘোরাচ্ছেন। শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
Home / উপ-সম্পাদকীয় / শৈলকুপায় এবার হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা! থানায় অভিযোগ
Tags শৈলকুপায় এবার হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা! থানায় অভিযোগ